Wednesday, March 3, 2010

প্রার্থী

প্রার্থী
   ---সুকান্ত ভট্টাচার্য

     হে সূর্য! শীতের সূর্য!
হিমশীতল সুদীর্ঘ রাত তোমার প্রতীক্ষায়
          আমরা থাকি,
যেমন প্রতীক্ষা ক'রে থাকে কৃষকদের চঞ্চল চোখ,
          ধানকাটার রোমাঞ্চকর দিনগুলির জন্যে।

     হে সূর্য, তুমি তো জানো,
আমাদের গরম কাপড়ের কত অভাব!
     সারারাত খড়কুটো জ্বালিয়ে,
     এক-টুকরো কাপড়ে কান ঢেকে,
কত কষ্টে আমরা শীত আটকাই!

সকালের এক-টুকরো রোদ্দুর-
     এক-টুকরো সোনার চেয়েও মনে হয় দামী।
ঘর ছেড়ে আমরা এদিক-ওদিক যাই-
          এক-টুকরো রোদ্দুরের তৃষ্ণায়।

     হে সূর্য!
তুমি আমাদের উত্তাপ দিও-
শুনেছি, তুমি এক জ্বলন্ত অগ্নিপিন্ড,
     তোমার কাছে উত্তাপ পেয়ে পেয়ে
একদিন হয়তো আমরা প্রত্যেকেই এক একটা জ্বলন্ত অগ্নিপিন্ডে
               পরিনত হব!
তারপর সেই উত্তাপে যখন পুড়বে আমাদের জড়তা,
     তখন হয়তো গরম কাপড়ে ঢেকে দিতে পারবো
          রাস্তার ধারের ঐ উলঙ্গ ছেলেটাকে।
আজ কিন্তু আমরা তোমার অকৃপণ উত্তাপের প্রার্থী ।।


চৈত্র, ১৩৯১ সনে
সুহৃদ প্রকাশণী থেকে প্রকাশিত
নওরোজ সাহিত্য সংসদ পরিবেশিত
ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে সংগ্রহীত

2 comments:

mahmud said...

ব্লগটা তো সুন্দর হইসে!! এইবার একটু লোকের লেখা ছেড়ে নিজের কিছু দেয়া যায় না? :P

kuttumiah said...

প্রথমেই ধন্যবাদ ব্লগ-এ আসার জন্য।
জী ভাই, চেষ্টা করতেছি!
কিন্তু সমস্যা হইলো যে ব্লগ-এ লেখার সময় মাথায় কেন যেন কিছুই আসে না।
তারপরও আমি সাধ্যমতো চেষ্টা করবো নিজে কিছু করার।